এই মুহূর্তে প্রয়োজন মহা ঐক্যের: লিংকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:২০ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৪১

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় প্রয়োজন মহা ঐক্যের। একটু স্লিপ কাটলে দেশ খাদের কিনারে গিয়ে পৌঁছাবে।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে বিকালে জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন, তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়নের মাধ্যমে অতি দ্রুত জাতীয় সরকার গঠন করতে হবে। এক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে পরবর্তী জাতীয় সরকার গঠন করা যেতে পারে বলে মত প্রকাশ করেন।

কুষ্টিয়া জেলা পরিষদের এই সাবেক চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ১৯৭১ সালের পর এবারের মতো এত বেশি সমস্যার সম্মুখীন ইতিহাসে আর কখনো হয় নাই। এই সরকার ব্যর্থ হলে সামরিক সরকার আসতে পারে। এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। ইতোমধ্যে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি শক্তির চক্রান্তে বিচার বিভাগে অনাস্থা, আনসার বিদ্রোহ, হিন্দু সমাবেশ, পার্বত্য জেলায় অস্থিতিশীলতা এবং সর্বশেষ পোশাক শিল্পে হানা দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটেছে। অতিসত্বর জাতীয় সরকার গঠনের মাধ্যমে এই সমস্ত সমস্যা থেকে দেশকে বাঁচাতে হবে।

তিনি বলেন, শেখ মুজিবরের মেয়ে শেখ হাসিনা শুধু হিংস্র দানবই নয় তিনি প্রচারকও বটে। রাজনীতিতে তো নয়ই, স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে একই টেবিলে জাতীয় রাজনীতিতে আর রাজনীতি করা সম্ভব নয়। দীর্ঘ ১৬টি বছর তিনি জাতির সঙ্গে তামাশা করেছেন। জাতির সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। হাজার হাজার শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আর ভূলণ্ডিত হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি আশরাফুল আলম চাঁদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস, জাতীয় পার্টির নেতা সেলিম রেজা, সুমন বিশ্বাস, বিএম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/জেবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধ গড়ে তুলতে হবে: আমিনুল হক 

রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি 

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে: আব্দুল হাই সিকদার 

গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব না: আব্দুল আউয়াল মিন্টু

তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র চলবে: টুকু

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা হলে বাজার নিয়ন্ত্রণে আসবে: তারেক রহমান

ফ্যাসিস্ট আ.লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: ডা. ইরান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :