ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ২২:৪১
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত সকল এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুরু হওয়া কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলমসহ নেতারা।

উদ্বোধনী বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীসহ সারা দেশে আমাদের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত অক্টোবর মাস পর্যন্ত রোগীর মৃত্যুর সংখ্যা প্রায় দুই শতাধিক এবং আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতালগুলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি বলেন, ডেঙ্গু রোগের সচেতনতা ও প্রতিকারের জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও লিফলেটের মাধ্যমে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা