জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ হলে নতুন প্রভোস্ট

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫২
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি হলে নতুন সাতজন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট গণিত বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা, শেখ হাসিনা হলের প্রভোস্ট-দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রীতিলতা হলের প্রভোস্ট সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিবকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এই নিয়োগ বাতিল হতে পারে।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা