জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু 

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধ, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২০:৫৩ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ২০:৫২

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :