বাহার-সূচনা ও মুজিবুল হকের দুর্নীতির অনুসন্ধানে দুদক

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনারর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।
তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।
দুদকের এই কর্মকর্তা জানান, বাহার ও তার মেয়ে ছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধেও দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
এছাড়া সাবেক এলজিআরডি মন্ত্রীর সাবেক পিএস কামাল হোসেনের বিরুদ্ধেও দুদক তদন্ত শুরু করেছে দুদক।
বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ী এলাকায় এক তরুণ নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
(ঢকাটাইমস/০৮অক্টোবর/এসআইএস)

মন্তব্য করুন