নীতিশ-রিঙ্কুর জোড়া অর্ধশতকে রান পাহাড়ে ভারত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এরপরেই জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নীতিশ কুমার ও রিঙ্কু সিং। জোড়া ফিফটিতে এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত।
বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন নীতিশ রেড্ডি।
ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশর বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন এই দুই ওপেনার। প্রথম ওভারেই তুলে নেন ১৫ রান। তবে এর পরের ওভারেই এই জুটিকে থামান পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের বলে মিড অফে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। আউট হওয়ার আগে করেন ৭ বলে ১০ রান।
তাসকিনের পরে ভারত শিবিরে আঘাত হানেন শরিফুলের বদলে একাদশে জায়গা পাওয়া তানজিম সাকিব। সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার অভিষেক শর্মা। এই দুই ওপেনারে দ্রুত বিদায়ে ২৫ রানেই দুই উইকেট হারায় ভারত।
২৫ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন নীতিশ কুমার ও সূর্যকুমার যাদব। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলে মিড অফে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১০ বলে ৮ রান করা সূর্যকুমার যাদব। তার বিদায়ে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
৪১ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন নীতিশ কুমার ও রিঙ্কু সিং। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে ভারত। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২৭ বলেই অর্ধশতক তুলে নেন নীতিশ কুমার। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামান মুস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নীতিশ কুমার। আউট হওয়ার আগে করেন ৩৪ বলে ৭৪ রান। তার বিদায়ে ভাঙে ১০৮ রানের জুটি।
নীতিশ কুমারের পর অর্ধশতক তুলে নেন রিঙ্কু সিংও। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৫৩ রান করেছেন এই হার্ডহিটার। লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩২ রান। আর শেষ দিকে পরাগ ৬ বলে করেছেন ১৫ রান।
শেষ পর্যন্ত নির্ধরিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে ভারত। বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৩ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। তাছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।
(ঢাকাটাইমস/০৯ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন