বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ
আরব আমিরাতে বসেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলমান এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের মেয়েরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে সেমিফাইনালের পথ বেশ খানিকটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবুও সুযোগ রয়েছে শেষ চারে খেলার। আর সেদিকেই নজর নিগার সুলতানা জ্যোতির দলের।
চলমান বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয়ে বাংলাদেশ নারী দলের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় শীর্ষে ইংল্যান্ড। তাই সেমিফাইনালে খেলার জন্য গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পয়েন্ট অর্জন করতেই হবে বাংলাদেশকে।
দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। রানরেটের বেহালের কারণে আজ হারলেই সম্ভাবনা ফিকে হয়ে যাবে বাংলাদেশের। রানরেট অতটা খারাপ না হলেও উইন্ডিজের ক্ষেত্রেও একই সমীকরণ। কারণ তাদের পরের ম্যাচটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
সে অর্থে আজ শারজায় ফ্লাডলাইটের আলোর নিচে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিগারদের জন্য। কিন্তু অতীতও তাদের পক্ষে নেই। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে আগের তিন ম্যাচের সবটি হেরেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপের সে ম্যাচগুলোতে হারের ব্যবধানেই স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধান।
তবে আজকের ম্যাচে কন্ডিশনের জন্য বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। শারজার যে মাঠে আজ লড়াইয়ে নামবে দুই দল, সেখানে নিজেদের আগের দুটি ম্যাচ খেলেছেন নিগাররা। উইন্ডিজের মেয়েরা এবারের টুর্নামেন্টে আজই প্রথমবার নামবেন শারজায়। তারা আগের দুটি ম্যাচ খেলেছেন দুবাইয়ে। বিশ্বকাপে বাংলাদেশের স্পিনাররা দারুণ ছন্দে আছেন।
শারজার উইকেট থেকেও সমর্থন পাচ্ছেন নাহিদা আক্তার, রাবেয়া খানরা। সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং বিভাগকেও চাপে ফেলেছিলেন তারা। তবে দুশ্চিন্তার নাম ব্যাটারদের পড়তি ফর্ম। টুর্নামেন্টে টিকে থাকার লড়টাইয়ে আজ ব্যাটাররা দায়িত্ব নিতে পারলে সহজ হয়ে যাবে বাংলাদেশের কাজ।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এনবিডব্লিউ)