রংপুর মেডিকেলে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

রংপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অ- অ+

‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অগ্রাধিকার এখনই’ শীর্ষক প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪। রংপুর মেডিকেল কলেজে সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের অডিটোরিয়াম হলে এ উপলক্ষে আলোচনা সভা এবং র‍্যালির আয়োজন করা হয়। সভায় নিবন্ধ পেশ করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. তানভির রহমান শাহ।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহ মো. সরোওয়ার জাহান, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, পরিচালক ডা. জাফরুল হোসাইনসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহবান জানান এবং রোগী ও সাধারণ মানুষের ভুল ধারণা দূর করণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম। সার্বিক সহোযোগিতায় ছিলেন মানসিক রোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন, ডা. কৃষ্ণ রায় প্রমুক। সভা শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রতিষ্ঠান সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। মানসিক স্বাস্থ্যের ওপর সচেতনতা তৈরিতে দিনটিতে সংশ্লিষ্টরা নানা আয়োজন করে থাকেন। ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অগ্রাধিকার এখনই’ শীর্ষক প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা