সালথায় মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:০১ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ২০:৫৪

ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। মঙ্গলবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম ব্যাপারী একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকালে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। তাদের সাথে দুই তরুণীও ছিলেন। মেলার ভেতরে কেনাকাটা সময় কাশেম ও মিলনের সাথে এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্যা নামে তরুণ।

এ সময় কাশেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত তার দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাশেম ও মিলনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষণা করেন। অপর আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে এখানে মেলার আয়োজন করা হয়।

(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আসিফ নজরুলকে হেনস্তাকারী শ্যামলের শাস্তি চান টাঙ্গাইলবাসী, রবিবার অবস্থান কর্মসূচি

মুজিব ও ফ্যাসিবাদের সংবিধান মুছে ফেলতে হবে: আবদুল হান্নান মাসুদ 

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৫ বছর পর রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাবিতে 'ছাত্ররাজনীতি সংস্কার' বিষয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :