রাজশাহীতে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৪
অ- অ+

রাজশাহী গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি তিন রাস্তার মোড় থেকে ২ কেজি ৪শ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সিরাজুল ইসলাম আনন্দ রাজশাহী মহানগরীর সুজানগর পবাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান।

এসময় তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি তিন রাস্তার মোড় দুই মাদক কারবারি মাদকদ্রব্য কেনা বেচার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক নামের এক ব্যবসায়ী পালিয়ে গেলেও সিরাজুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরে তার হাতে থাকা খয়েরী রংয়ের সপিং ব্যাগ তল্লাশি করে ৫টি প্যাকেটের মধ্যে থাকা হেরোইনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের মুল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

পুলিশ সুপার জানায় এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা