কারাগারে আতিক-রাজ্জাক-ফারুক, আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাধন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, ১০:২৯
অ- অ+

রাজধানীর মোহাম্মাদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিকে দুই দিনের রিমান্ড শেষে গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পবিার সকাল সোয়া ৯টায় ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

গত ১৪ অক্টোবর ফারুক খান ও রাজ্জাক গ্রেপ্তার হওয়ার পর ১৫ অক্টোবর পৃথক হত্যা মামলায় আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে এদিন রিমান্ড হওয়া মামলায় রাজ্জাক ও ফারুক খানকে করাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রাজ্জাককে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। যা শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। তবে ফারুক খানকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

এছাড়া এদিন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যা আদালত মঞ্জুর করে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।।

এর আগে বুধবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে গেছেন।

এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ও হচ্ছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/আরজেড/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা