গোপালগঞ্জে চাঞ্চল্যকর লুৎফর হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৩১
অ- অ+

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর ৬ আগস্ট কারাগার বিদ্রোহের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাজেদুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।

তিনি জানান, ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসামি মো. সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার মাধ্যমে তিনি জেল থেকে পালিয়ে নিজেকে আত্মগোপন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলামসহ অপর পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় এটিইউ গোয়েন্দা নজরদারির পর মো. সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা