জামায়াতের নিবন্ধন: আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আজ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানির তালিকায় রয়েছে আবেদনটি।
জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে দেন তিনি।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করা হয়।”
এর আগে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।
গত বছরের ১৯ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ নিবন্ধন বাতিল সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে দেন।
প্রসঙ্গত, একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী লিভ টু আপিল করে।
(ঢাকাটাইমস/২২অক্টোবর/এফএ)

মন্তব্য করুন