দুই হত্যা মামলায় মাদারীপুর জেলা আ.লীগ সভাপতির জামিন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:২০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই ব্যক্তির হত্যা মামলায় জামিন পেয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির শুনানি শেষে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। একইসঙ্গে শাহাবুদ্দিন মোল্লার বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

মাদারীপুর আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই নিহত হন সদর উপজেলার তাওহীদ সন্নামাত ও পৌর শহরের দীপ্ত দে। এ দুটি মামলায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

পরে মামলায় বুধবার সকালে আদালতে জামিন আবেদন করেন আসামির আইনজীবী। সকাল ১১টা থেকে শুনানি করেন বিচারক। র্দীঘ সময় শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন মোল্লাকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে তিনি যেন বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করার আদেশও দেয় হয়। আসামির চার্জশিট না হওয়ার আগ পর্যন্ত জামিনে থাকবেন বলেও জানা গেছে। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা