সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফাকে ১০ দিনের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দিনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড চাওয়া হয়েছে।
শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে শুনানি হবে।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয় বলে অভিযোগ।
এ সময় আওয়ামী লীগের হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এজে)

মন্তব্য করুন