হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল তিন দিনের রিমান্ডে

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন বিকালে মোস্তফা কামালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে মোস্তাফা কামাল উদ্দীনকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে ঢাকায় এনে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন মোস্তাফা কামাল এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা ও নির্দেশ দাতা। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ঢাকাটাইমস/২৫অক্টোবর/ইএস

মন্তব্য করুন