হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ‘দাপুটে’ ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৯| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৩
অ- অ+

হত্যাচেষ্টার অভিযোগে ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি দলীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী আজম।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে তিনি এ মামলা করেন।

উল্লেখ্য, ডিবির দাপুটে ডিসি হিসেবে পরিচিত মশিউর রহমান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গত ২০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। তার বিরুদ্ধে আরও আটটি হত্যা মামলা রয়েছে।

রবিবার আদালত আশরাফ আলী আজমের জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামি হলেন- ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের এসআই পলাশ চৌধুরী দীপন।

মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদীর বাসা ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান এবং এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিসহ ২০-২৫ জন ডিবি পুলিশ ঘেরাও করে। ওই সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা দারোয়ানকে মারধর ও কেচি গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনেহিঁচড়ে বের করে। বাদী যেতে না চাইলে দুই তলার বাসার দরজা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এসময় বাদীর কোমরের হাড় ভেঙে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও তিনি এখনো স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম।

এ বিষয়ে মামলার বাদী মীর আশরাফ আলী আজম বলেন, এডিসি মোস্তফা কামাল তার ওপর পাশবিক নির্যাতন করেছেন। কোমরের হাড় ভেঙে ফেলেছে। তার দোষ ছিল তিনি বিএনপি করেন।

২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিসি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

সরকার পতনের পর সর্বশেষ ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা