পল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:১৪
অ- অ+

রাজধানীর পল্টন থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে মো. মেহেদী হাসান (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটি থানায়।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রাসেল জানান, আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি, আজ দুপুরের খাবার শেষে পল্টনের একটি ১০তলার ভবনে আস্তরের কাজ করছিল সে। এ সময় অসাবধানবশত নিচে পড়ে গিয়ে আহত হয় সে। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা