সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত সীমান্ত নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এসএম শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।
তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেখানের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন