দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩৮| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:২৩
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুর্নীতি বিরোধী সংস্থাটির কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন।

চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি মঙ্গলবার দুপুরে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র। চেয়ারম্যান ও দুই কমিশনার দুপুর আড়াইটার দিকে পদত্যাগপত্র রেখে প্রধান কার্যালয় ত্যাগ করেন। তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন জানা যায়নি।

২০২১ সালের ৩ মার্চ সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি আগের চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। একই দিন মো. জহুরুল হক দুদকের কমিশনার (তদন্ত) নিয়োগ পান ।

মো. জহুরুল হক তার আগের কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ছিলেন।

আর ২০২১ সালের ১৩ জুন দুদকে কমিশনার (অনুসন্ধান) হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। তিনি বিদায়ী কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তিন কমিশনারের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

সেই হিসাবে মেয়াদ পূরণের আগেই বিদায় নিতে হলো দুদক চেয়ারম্যান মোহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহকে। ৫ আগস্ট ক্ষমতার পালাবদল পরবর্তী মইনুউদ্দীন আব্দুল্লাহর কমিশন পদত্যাগ করছে কি-না তা নিয়ে নানা জল্পনা ছিল।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এফএ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা