কুমিল্লায় ডাকাতি দেখে ফেলায় শ্বাসরোধে প্রতিবন্ধীকে হত্যা
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতি দেখে ফেলায় মো. রফিকুল ইসলাম নামের এক প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম একই এলাকার মো. হাবু মিয়ার ছেলে। সে একজন শারীরিক প্রতিবন্ধী৷
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের চাচা মফিজ মিয়ার বাড়িতে রাতের আঁধারে এক দল ডাকাত হানা দিলে তা দেখে ফেলে রফিকুল। তখন সে 'ডাকাত ডাকাত' বলে চিৎকার করে। এরপর থেকেই নিখোঁজ ছিল রফিকুল।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও রফিককে পায়নি। পরে সকালে বাড়ির পাশে বেগুন খেতে তার লাশ পাওয়া যায়।
এসব তথ্য নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/মোআ
মন্তব্য করুন