নোয়াখালী-ফেনীর সাবেক তিন এমপির সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ২১:১৩
অ- অ+

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় নোয়াখালী ফেনীর সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী।

রোববার বিকেলে নোয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সাবেক তিন সংসদ সদস্য হলেন, নোয়াখালী- (চাটখিল সোনাইমুড়ী আংশিক) আসনের এইচ এম ইব্রাহিম, নোয়াখালী- (সদর-সুবর্ণচর) আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ফেনী- (সদর) আসনের মো. আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

দুদক সূত্র জানায়, এই তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, নিজ নামে-বেনামে, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক।

দুদকের গোয়েন্দা ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নোয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদকে প্রধান করে দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা