যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৯| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

গাজার পাশাপাশি প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশটি থেকে ফিরে এলেন আরও ৭০ বাংলাদেশি। এ নিয়ে মোট সাতটি ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরলেন ৩৩৮ প্রবাসী।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুকদের ফেরত আনা হয়েছে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটের মাধ্যমে ৭০ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে প্রত্যাবাসন করা হলো।

লেবানন থেকে ফেরা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।

এছাড়া আইওএম-এর কর্তৃপক্ষ লেবানন থেকে প্রত্যাবাসন করা ৭০ বাংলাদেশির প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে গেছেন কেউ, মিলছে না পরিচয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা