যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৯| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

গাজার পাশাপাশি প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশটি থেকে ফিরে এলেন আরও ৭০ বাংলাদেশি। এ নিয়ে মোট সাতটি ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরলেন ৩৩৮ প্রবাসী।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুকদের ফেরত আনা হয়েছে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটের মাধ্যমে ৭০ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে প্রত্যাবাসন করা হলো।

লেবানন থেকে ফেরা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।

এছাড়া আইওএম-এর কর্তৃপক্ষ লেবানন থেকে প্রত্যাবাসন করা ৭০ বাংলাদেশির প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা