মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন টেকনাফের অপহৃত ৯ ব্যক্তি

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার সকালে তারা বাড়ি ফেরেন। দুই লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দিয়েই অপহৃতরা ফিরেছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন অপহৃতরা বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
ফিরে আসা ব্যক্তিরা হলেন, ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। অপহৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ৯ ব্যক্তি অপহরণের খবর জানার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত ছিল। রবিবার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন