ফ্যাসিবাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ২১:৩৬
অ- অ+

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়। কিন্তু তাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে চোখ কান খোলা রাখতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপিকে তারা নানাভাবে কোণঠাসা করে রাখে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হয়রানি করতে থাকে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়। কিন্তু তাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর বিএনপি ‘৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ পালন করতে পারেনি। ইতিহাসের পাতা থেকে বিপ্লব ও সংহতি দিবস মুছে দেওয়ার যে অপচেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে তার জন্য বাঙালি জাতি কখনোই তাদের মাফ করবে না।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিভিন্ন হয়রানি মূলক মামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। তাই এই সরকারের প্রতি আমি আহ্বান জানাবো অবিলম্বে আমাদের নেতা তারেক রহমান এবং নেত্রী খালেদা জিয়ার নামে সকল হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে তার প্রাপ্ত সম্মান বুঝিয়ে দেওয়া হোক।

সভাপতির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসরা এখনো বিভিন্ন অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমি আমাদের নেতাকর্মীদের সর্বদায় চোখ কান খোলা রাখতে বলেছি। কোনোভাবেই ফ্যাসিবাদীদের এই বাংলায় ঠাঁই দেওয়া হবে না।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা