লালমনিরহাটে অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫১| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৩:২৮
অ- অ+

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন তারা।

সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে উত্তর বাংলা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কালিগঞ্জের কাকিনায় ওই কলেজের সামনে সড়ক অবরোধ করেন।

এ পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত আনোয়ারা তুম্পা ঘটনাস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন।

তিনি বলেন, অভিযুক্ত কলেজ অধ্যক্ষ যাতে কলেজ ক্যাম্পাসে আসতে না পারেন সে জন্য তিনি ব্যবস্থা নেবেন। অধ্যক্ষ ছুটিতে থাকায় তার বিরুদ্ধে এখনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাছাড়া বিষয়টি গভর্নিং বডির এখতিয়ার। তাই সে বিষয়ে গভর্নিং বডির সভায় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হবে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। এ আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করেন।

এ সময় শিক্ষার্থীরা একটি সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন কালিগঞ্জ-কাকিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতিউল ইসলাম, সাজ্জাদুল শীষ, উত্তর বাংলা কলেজের স্নাতক শিক্ষার্থী আজাদ হোসেন আকাশ, কাওসার আহমেদ, জে, আর জেমস প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শিক্ষার্থীরা তার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। তিনি একজন মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় কলেজের শিক্ষার পরিবেশ ক্ষুন্ন হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে একজন শিক্ষিকাকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে। ওই শিক্ষিকা এ নিয়ে জেলা প্রশাসক ও কলেজের গভর্নি বডিকে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। বরং ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের হয়রানির শিকার ‘ভিকটিম’ ওই কলেজ শিক্ষিকা লালমনিরহাট জেলা প্রশাসক এইচ. এম রফিক হায়দারকে লিখিত অভিযোগ জানান। পরে জেলা প্রশাসকের নির্দেশে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রংপুর সাইবার ট্রাইব্যুনালে অধ্যক্ষ আব্দুর রউফকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি আদালতের নির্দেশে লালমনিরহাট সদর থানা পুলিশ তদন্ত করছেন।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের ওপর জয়লাভ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা