বোয়ালমারীতে ২৩ মামলার আসামি ফেনসিডিলসহ গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:২৫
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র একটি টিম।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম থেকে মাহফুজকে আটক করে ডিএনসি'র সদস্যরা।

ডিজে মাহফুজ দক্ষিণ কামারগ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় এই মাদক কারবারির বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।

তার বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে পৌর সভার দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালিয়ে মাদক নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনের ২০১৮এর (সংশোধনী ২০২০) ৩৬(১) সারণির ১৪(খ) ও ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা করা হয়।

বোয়ালমারী থানা পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডিজে মাহফুজকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩টি মাদক মামলা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিজে মাহফুজকে ডিএনসি'র মামলায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাউথইস্ট ব্যাংকের আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা রেলের সেই উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক মাহবুব আনোয়ারকে সংর্বধনা
ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা