অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ০০:৫৮| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৫
অ- অ+

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

ডিসি রওনক জানান, উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি শমী কায়সার।

সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন।

মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী তারানা হালিম, সাবেক এমপি মমতাজ বেগমসহ ১৭ জনকে আসামি করা হয়।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

গত ১৩ অক্টোবর রেজওয়ান কবির নামে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এলএম/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা