নিজেকে বিজয়ী ঘোষণা করে ট্রাম্প বললেন, আবার যুক্তরাষ্ট্রের সোনালী যুগ হবে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৯| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫:১১
অ- অ+

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রত্যয় রেখেছেন প্রতি মুহূর্তে আমেরিকানদের পাশে থাকবেন। বললেন, আবার যুক্তরাষ্ট্রের সোনালী যুগ হবে।

পেনসিলভেনিয়াসহ গুরুত্বপূর্ণ তিনটি সুইং স্টেট জয়ের পর ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, এটি তার জীবনের স্মরণীয় মুহূর্ত।

এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে ভাষণে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নজিরবিহীন রায় দিয়েছে। এটি জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এ বিজয় আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।’

‘আমি যুক্তরাষ্ট্রকে সোনালী যুগে নিয়ে যাবো। জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। এই দিনকে আমেরিকানরা নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবে।’

ভাষণে স্ত্রী ও পরিবারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেন। ট্রাম্প বলেন, ‘মেলানিয়া দুর্দান্ত কাজ করেছে। মানুষকে সাহায্য করার জন্য সে খুব কঠোর পরিশ্রম করেছে।’

ভাষণের পর ট্রাম্প তার রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান। বলেন, ‘ভান্স যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।’ ভান্স এসময় ট্রাম্পের সঙ্গে মঞ্চে ছিলেন।

এদিকে সবশেষ ফলাফল জানা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের ২৬৭টি ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেকটোরাল ভোট। অর্থাৎ আর ৩টি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা