রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার জমির লিজ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৬:০৮| আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৬:১৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের স্কুল সুরের ধারার জমির লিজ বাতিল করেছে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

‘সুরের ধারা‘ লালমাটিয়া, ঢাকার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত খাসজমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি বন্দোবস্তটি সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার পক্ষে অনুমোদিত হয়েছিল। জমিটি ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত।

বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য একর।

জমির সিএস ও আরএস রেকর্ডে ‘খাল‘ হিসেবে শ্রেণিকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিগত সরকারের আমলে রামচন্দ্রপুর খালকে নাল জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য বন্যার প্রতিষ্ঠান সুরের ধারাকে ওই বরাদ্দ দেওয়া হয়েছিল। মাত্র পাঁচ-ছয় বছর আগেও এই জায়গা খাল ছিল বলে স্থানীয়রা জানান।

রাজউক সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, বরাদ্দ বাতিল হওয়া ওই জায়গায় বহুতল ভবন নির্মাণে রাজউক থেকে সুরের ধারা কর্তৃপক্ষকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/আরএইচ/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
পুলিশ সংস্কারে অবশ্য করণীয় কিছু বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়নি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা