জয়ের পরেও যে কারণে খুশি নন শান্ত

অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরল বাংলাদেশ। পাকিস্তান সিরিজে জয়ের পর ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলই হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে নাজমুল শান্তর দল।
দিনের শুরুতে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ৭৬ এবং জাকের আলী অনিকের ৩৭ রানে ভর করে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। পরে বল হাতে দারুণ পারফর্ম করে ৬৮ রানের জয় ছিনিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে শারজাহ স্টেডিয়ামে প্রথম জয়ের পাশাপাশি তিন ম্যাচের সিরিজেও সমতায় ফিরল দল। দুই ম্যাচ শেষে ১-১ সমতায় এখন, এবার ১১ তারিখের ম্যাচটায় হবে সিরিজ নির্ধারণ।
দ্বিতীয় ম্যাচে জয়ের পর ব্রডকাস্টকে অধিনায়ক শান্ত বলছিলেন খুশি নন তিনি। ম্যাচসেরা হলেও শান্ত মনে করেন আরও খানিকটা ক্রিজে থাকার দরকার ছিল তার, ‘আমার আরও খানিকটা থাকার দরকার ছিল। উইকেট কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। তবে আমি যেভাবে নিজের ইনিংস শুরু করেছি তাতে সন্তুষ্ট। নাসুম আর মিরাজ যেভাবে বোলিং করেছে তাদের কৃতিত্ব দিতেই হয়।’
বোলিং নিয়ে খানিক সন্তুষ্টি থাকলেও ফিল্ডারদের কাছ থেকে প্রত্যাশা পূরণেই বেশি তৃপ্ত শান্ত, ‘আমি ফিল্ডারদের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স চেয়েছিলাম আর সেটাই তারা আজ মাঠে দিয়েছে। বিষয়টা নিয়ে আমি বেশ খুশি।’
সিরিজের পরের ম্যাচ ১১ তারিখ। একই মাঠে, একই সময়ে শুরু হবে সেই ম্যাচ। যদিও সেই ম্যাচের আগে নাজমুল শান্তকে পাওয়া যাবে কি না তা নিয়ে কিছুটা চিন্তা থাকতেই পারে। ইনজুরির কারণে বোলিং ইনিংসে পুরোটা সময় মাঠে ছিলেন না টাইগার অধিনায়ক। ম্যাচশেষেও জানালেন পরের ম্যাচের আগেই বলতে পারবেন থাকবেন কি না।
(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন