অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ২০.৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:১২
অ- অ+

চলতি বছরের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭১ বিলিয়ন ডলার বেশি। গত বছরের অক্টোবরে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

রবিবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ১০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের তুুলনায় যা ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার বেশি।

ইপিবি বলছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১২ দশমিক ৮১ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

অক্টোবর মাসে তৈরি পোশাক খাত দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কারী হিসেবে ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ২২ দশমিক ৮ শতাংশ বেশি।

এছাড়াও, অক্টোবর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১১৩ মিলিয়ন ডলার। এ খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ।

অন্যদিকে, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় ১ শতাংশের সামান্য কমে ৮৩ দশমিক ২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত বছরের অক্টোবরে ছিল ৮৪ মিলিয়ন ডলার।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা