‘উস্কানিমূলক’ পোস্টার-প্ল্যাকার্ডসহ রাজধানীতে গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ০১:০০| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:২৭
অ- অ+

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে উস্কানিমূলক পোস্টার-প্ল্যাকার্ডসহ বিপুল আলামত উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরকে ঘিরে এই কর্মসূচি পালন করা হয়ে থাকে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে উক্ত দিবস পালন উপলক্ষ্যে সমাবেশের ডাক দেওয়া হয়।

ডিসি তালেবুর আরও বলেন, 'সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, সেই সমাবেশে তার ও শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি দিয়ে বানানো ফেস্টুন রাখতে হবে। সেখানে হামলা হবে, সেই হামলার ছবি তুলে রাখতে হবে। এ জন্য পূর্ব থেকেই সেট করে রাখতে হবে ক্যামেরা পারসনকে। এরপর হামলার ছবি আমেরিকা পাঠিয়ে বলা হবে, ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।'

'এভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা রাজধানীর বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেয় জানিয়ে ডিসি তালেবুর বলেন, 'প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো। অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্ট করা। তাদের এই হীন তৎপরতার তথ্য প্রাপ্তির পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।'

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অপকর্মের উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালেবুর রহমান।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা