জামালপুরে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আহত ৭
জামালপুরের মেলান্দহে যাত্রবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আজাহার আলী (৭০), লাদেন (২০), হারুণ উর রশিদ (৬০), ওয়াজ (৪৫), মোহাম্মদ আলী (৪৫) ও সাদ্দান হোসেন (২৬) ও মুর্শিদা বেগম (৩৫)৷ সবাই ইসলামপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাতে ইসলামপুর উপজেলা থেকে জামালপুরগামী দিয়া-নিশা এন্টারপ্রাইজ নামের একটি বাস নয়ানগর বাজার পৌঁছালে অপর দিক থেকে আশা এক মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীসহ ৭ জন গুরুতর আহত হযন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত আছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর আমরা পায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও মাহেন্দ্র উভয় গাড়ির চালক পলাতক রয়েছে। তবে ঘটনাস্থলে বাস ও মাহেন্দ্র গাড়ি হেফাজতে আছে।’
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এজে)
মন্তব্য করুন