ঘাটাইলে বাঁশের গাড়ির সঙ্গে ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৭
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। এ সময় বাঁশবাহী একটি মহিষের গাড়ি ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা