আবার কবে বিশ্বকাপ শিরোপা জিতবে আর্জেন্টিনা ও ব্রাজিল? জানাল চ্যাটজিপিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১২:২৭| আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯
অ- অ+

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। কোনো বিষয়ে তথ্য-উপাত্ত অথবা ভবিষ্যদ্বাণী জানতে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এটি।

ইনস্ট্রাকশন পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চ্যাটজিপিটি। অর্থাৎ এর কাছে আপনি যা জানতে চাইবেন, সে আপনাকে তা–ই জানাবে। চ্যাটজিপিটির কাছে জানতে চাওয়া হয়, আবার কবে ফিফা বিশ্বকাপ জিতবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চ্যাটজিপিটির উত্তরটা দেখে সকলেই অবাক হয়েছে।

বর্তমান সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের জন্য। তবে ভালো অবস্থানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষে রয়েছে মেসির দল। তবে টেবিলের পাঁচে অবস্থান করছে ব্রাজিল।

এমন সময় বিশ্বকাপ কবে জিতবে এই দুই দেশ এমন প্রশ্নের উত্তরে চ্যাটজিপিটি জানিয়েছেন, ২০৩০ সালে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। আর ২০৩৪ এর বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা।

তার মানে, ২০৩০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা জিতে হেক্সা পূরণ করবে ব্রাজিল। আর ২০২২ কাতার বিশ্বকাপের পর আবারও এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের ক্ষেত্রেই চ্যাটজিপিটি বিশ্বাস করে, তরুণ প্রজন্ম এসে দুই দলের চিত্র বদলে দেবে।

তবে ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দল? চ্যাটজিপিটি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে শেষবার শিরোপা জিতেছিল ফরাসিরা। এছাড়াও, ২০২২ কাতার বিশ্বকাপের রানার্স আপ দল তারা।

২০৩৮ এবং ২০৪২ বিশ্বকাপের আয়োজক কোন দেশ হবে তা এখনও জানা যায়নি। তবে চ্যাটজিপিটি জানিয়েছে, এর পরের দুই বিশ্বকাপও কাদের হাতে উঠবে। চ্যাটজিপিটি জানিয়েছেন, ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জিততে যাচ্ছে ইংল্যান্ড। আর ২০৪২ বিশ্বকাপ জিতবে ইউরোপের পরাশক্তি এবং চার বারের চ্যাম্পিয়ন জার্মানি।

তবে চ্যাটজিপিটির উত্তর কতটা বিশ্বাসযোগ্য, এমন প্রশ্ন থাকতেই পারে। ম্যাসিভ মাল্টিটাস্ক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের মতে, চ্যাটজিপিটি ৮৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে সঠিক তথ্য দিতে সক্ষম। আর খেলাধুলার ক্ষেত্রে চ্যাটজিপিটির অনুমান আরও ভালো। ওএলবিজি নামের এক প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন এআই টুলস ব্যবহার করে ইংলিশ প্রিমিয়ার লিগের ফলাফল পর্যবেক্ষণ করেছিল। সেখানে ১১০ ম্যাচের মধ্যে ৬১ ম্যাচে সঠিক ফল অনুমান করে চ্যাটজিপিটি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা
সিজিএস-এর নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা