প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোকে কাতর পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৩
অ- অ+

আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। মারা গেছেন সেটির পরিচালক শাহ আলম মন্ডল। এ ঘটনায় শোকে কাতর নায়িকা পরীমনি। ফেসবুকে দিয়েছেন আবেগঘন এক পোস্ট।

সদ্য প্রয়াত পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে ওস্তাদ সম্মোধন করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

জানা যায়, বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরিচালক শাহ আলম মন্ডল। তাকে নেওয়া হয় মগবাজারের কমিউনিটি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেখানে তিনি মারা যান।

এই পরিচালকের হাত ধরেই ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আজকের আলোচিত নায়িকা পরীমনির। কাজ করেন ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায়। সেখানে পরীমনির বিপরীতে ছিলেন জায়েদ খান।

প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে কাজ শুরু করেন শাহ আলম মন্ডল। তার নির্মিত প্রথম সিনেমা ‘সত্যের জয়’। পরবর্তীতে নির্মাণ করেন ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমাগুলো।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা