গাইবান্ধায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংষর্ষে একজন মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের আরও সাতজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধায় মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এর আগে দুপুরে জুমার নামাজের পর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে ওই সংঘর্ষ হয়।
৪৫ বছর বয়সী নিহত মুসল্লির নাম সাইদুল ইসলাম। তিনি ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মসজিদের ভেতরেই কমিটি নিয়ে আলোচনা চলছিল। পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় মালাধর উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মুসল্লিদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে দুই পক্ষের সংর্ঘষ বাধে।
খবর পেয়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে সংষর্ষে জড়ায়। এ সময় এক মুসল্লি ঘটনাস্থলে মারা যান। দুই পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সংঘর্ষের ঘটনায় তিনজনকে পুলিশ আটক করে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাইদুল ইসলাম নামের এক মুসল্রি নিহত হন। উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। দুজনের অবস্থা তুলনামূলক কিছুটা খারাপ থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/মোআ)
মন্তব্য করুন