যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১
অ- অ+
ফিলিস্তিনিরা স্ট্রেচারে হামলায় আহত একজন ব্যক্তিকে বহন করছে

গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি হয়েছে। ইসরায়েলের ভারী হামলায় দক্ষিণ লেবাননে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

এদিকে মধ্য ও উত্তর গাজায় হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার পর ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ খান ইউনিসের কিছু অংশে ফিলিস্তিনিদের জন্য নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। খবর আল জাজিরার।

এদিকে আল জাজিরা আরবি সংবাদদাতা জানান, মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ শহরের একটি ভবনে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে। দক্ষিণে ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের পূর্বে আল-জাইনা আশেপাশে আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে এবং খান ইউনিস শহরের উত্তর-পূর্বে বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজা শহরের শেখ রাদওয়ানের আশপাশে ‘পরপর অভিযান’ শুরু করেছে।

কেন্দ্রীয় নুসিরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি গোলাগুলির খবর পাওয়া গেছে।

গাজায় ইসরায়েলের গণহত্যায় গত বছরের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৪ হাজা্র ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ পাঁচ হাজার ৩৫৮ জন আহত হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৯৬১ জন নিহত এবং ১৬ হাজার ৫২০ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা