গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
ইসরায়েলি বাহিনী আবারও গাজার আল-মাওয়াসিতে ‘নিরাপদ অঞ্চলে’ বোমা হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে। এ হামলায় কয়েক ডজন আহত হয়েছে। নারী ও শিশুরা পুড়ে মারা গেছে। খবর আল জাজিরার।
এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। মাজদাল জাউন এলাকায় ‘লঞ্চ প্যাডে’ হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
গাজা-ভিত্তিক আল-আকসা টিভি রিপোর্ট করেছে যে ইসরায়েলের সামরিক বাহিনী আজ ভোরে উত্তর গাজা শহরে বোমা হামলা শুরু করেছে।
রিপোর্টে বলা হয়, সাবরা ও তাল আল-হাওয়া এলাকায় হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরবি উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি উত্তরে বেইত লাহিয়া ও জাবালিয়া এবং কেন্দ্রীয় এলাকায় নুসেইরাত শরণার্থী শিবিরে গোলাবর্ষণের খবরও দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায় ইসরায়েল। আনুমানিক ১১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় ২০০ জনেরও বেশি। এর পর থেকে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় এ পর্যন্ত ৪৪ হাজার ৫৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৩৮ জন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে চার হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন