নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২৮
অ- অ+

অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশপ্রধান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, “আমিসহ আমার পুরো বাহিনীর দাবি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। আশার বিষয় হলো, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, “পুলিশের মনোবল বাড়ানোর কাজ চলমান রয়েছে।”

এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে অবাধ তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার কথাও জানান তিনি।

৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব।”

পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

বাহারুল আলম বলেন, “নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাব না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।”

তিনি আরও বলেন, “নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।”

“সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন আইজিপি। বলেন, “অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।”

পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, “এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে।”

গণহত্যায় জড়িত নয়— এমন অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা