ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের গ্রুপে নেইমারের আল হিলাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪
অ- অ+

৩২টি দল নিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ফিফা। আসন্ন এই আসরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল গেল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ড্র। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট। যেখানে একটি গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও নেইমারের দল আল হিলাল।

এদিকে মেসির দল ইন্টার মায়ামি কঠিন এক গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি।

মায়ামিতে বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানে ছিলেন অনেক সাবেক ফুটবলার। ড্রয়ের আগে বার্তা দেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিফা ক্লাব বিশ্বকাপের 'এ' গ্রুপে রয়েছে ইন্টার মায়ামি। মেসির গ্রুপের বাকি তিন দল হল—পালমেইরাস, পোর্তো এবং আল আহলি। মায়ামির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও ক্লাব বিশ্বকাপে ভালো কিছুই করতে চায় মায়ামি।

'এইচ' গ্রুপে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের তিন প্রতিপক্ষ হচ্ছে—সৌদি ক্লাব আল হিলাল, মেক্সিকান ক্লাব পাচুয়া এবং অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ। এদিকে একই গ্রুপে পড়েছে ইউরোপের দুই পরাশক্তি জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি। পিএসজি ও অ্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে গ্রুপ 'বি'-তে।

আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। এটিকে ২০২৬ বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেও দেখা হচ্ছে।

ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর ৮ গ্রুপ

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি। গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল। গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা। গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ। গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান। গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস। গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস। গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা
সিজিএস-এর নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা