চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে একটি ড্রেন থেকে নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কামরুল হোসেন শুক্রবার ভোরে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে একটি ড্রেনে মৃত অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম নিয়মিত চোলাই মদ পান করতেন এবং মদ পান করার কারণে তার মৃত্য হয়েছে বলে তাদের ধারণা।
(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন