গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে চালক পলাশ মোল্যা (৩৬) নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ফুকরার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ মোল্যা ওই গ্রামের সিদ্দিকুর রহমান মোল্যার ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মনিবুর রহমান জানান, চালক প্রাইভেটকার চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চালককে বের করেন। পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে।’

(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা