আটঘরিয়ায় ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

আটঘরিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯
অ- অ+

পাবনার আটঘরিয়ায় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের টেবুনিয়া কৃষি ফর্মগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মৃত আলাউদ্দিন ও রাসেল মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সোহান (১৭)। সে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে।

পথচারীরা ও পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় নিহত সোহান মোটরসাইকেল যোগে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে অপরদিক থেকে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘাতক ইঞ্জিনচালিত ভটভটির চালক পালিয়ে যান।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘দুর্ঘনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা