বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

বাহরাইন প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭
অ- অ+

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস, দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতসহ দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব মামুনুর রশিদ।

এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা