ইতালিতে বিএনপির বিজয় দিবস উদযাপন

ইতালিতে ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রিওলিয়া ভেনেজিয়া জুলিয়া মনফালকনে গরিঝিয়া শাখা।
ইতালি মনফালকনে শহরের স্থানীয় একটি হলে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লিটন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস।
বিশেষ অতিথি ছিলেন মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার ও উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াছ।
অতিথি হিসেবে আরওে উপস্থিত ছিলেন ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, সিরাজুল হক ভুইয়া টেনিস, শহিদুল্লা, ইসহাক মিয়া, রবি উল্লাহ, আতাউর রহমান, কামরুজ্জামান কামাল, সুহাগ মোল্লা প্রমুখ ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সুমন আহমেদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার ওমর ফারুক, রোমান, আইরিন সাজিয়া প্রমুখ।
(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন