মাদারীপুরে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ করল জনতা

মাদারীপুরের শিবচরে একটি অবৈধ ড্রেজার মেশিন ও একটি বালু ভর্তি বাল্কহেড জব্দ করেছে নদী তীরবর্তী জনতা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের টেকেরহাট হুরা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এগুলো জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাতলা ইউনিয়নের টেকেরহাট হুরা এলাকার আড়িয়াল খাঁ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী। এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যার পরে নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা শেখ আব্দুর রহিম বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলন করে আসছে কিছু সন্ত্রাসী। তারা প্রায় বছরখানেক ধরে বালু উত্তোলন করে আসছে। ফলে আমাদের বাড়িঘর জায়গা জমি হুমকির মুখে আছে। আমরা গত ২৫ সেপ্টেম্বর এসিল্যান্ড ও থানা বরাবর আবেদন দিয়েছি।
কিন্ত তারা এখনো কোনো পদক্ষেপ নেননি। তাই আমরা এলাকাবাসী আমাদের ভিটামাটি রক্ষার্থে ওদের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আর যেন কোনো দিন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে এই সন্ত্রাসীরা বালু উত্তোলন না করতে পারে।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হয়নি।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন