দীপ্ত টিভির তামিম হত্যা: অন্যতম আসামি মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
অ- অ+

রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের ডি ব্লকে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ একটি আভিযানিক দল।

এই মামলার প্রধান দুই আসামির অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তারা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত হওয়া উপ-পরিচালক মামুন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। যেখানে মামুন এক নম্বর এবং বিএনপি নেতা রবি এজাহারনামীয় তিন নম্বর আসামি।

র‌্যাব থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, ‘বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।’

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১০ অক্টোবর সকালে তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন নিহতের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

নিহতের বাবা সুলতান আহমদ দাবি করেন, ৫ আগস্ট সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট বিএনপি নেতা রবির লোকজন এসে তাদের হুমকি-ধামকি দেয়। এসময় ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এরপর তারা রবির অফিসে যেতে বলে। পরে বড় ছেলেকে নিয়ে আমি রবির অফিসে গেলে তারা সেখানে আমার সাথে খারাপ ব্যবহার এবং ছেলেকে মারতে উদ্যত হয়। কৌশলে সেখান থেকে জীবন বাঁচিয়ে ফিরে আসি।

তিনি জানান, ওই দিনের পর থেকে রবির লোকজন ক্ষতি করার জন্য ওঁৎ পেতে ছিল। ঘটনার দিন (১০ অক্টোবর) সকালে তার ছেলেকে রবির সন্ত্রাসী বাহিনী মারধর করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা