নারীর মোবাইল নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, দৌড়ে ধরলেন তেজগাঁওয়ের ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০
অ- অ+

শের-এ-বাংলা নগর থানা এলাকায় এক নারীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। আটক ছিনতাইকারী নাম- মো. শাওন (২৪)।

সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে এ ঘটনা ঘটে। ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিসি রুহুল কবির খান নিজেই।

তিনি জানান, সকালে আমি গাড়িতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় দেখি একজন নারী রিকশাযাত্রীর মোবাইল নিয়ে দৌড়ে পালাচ্ছে এক ছিনতাইকারী। এটি দেখে আমি এবং আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে দৌড়ে ওই ছিনতাইকারীকে ধরি এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই।

এই ডিসি জানান, উদ্ধারকৃত মোবাইলটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আটককৃত ছিনতাইকারীকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করে হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা